‘শ্রমিকদের নেতৃত্বে পরিবহন সেক্টর সাজানো হবে’

| সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ১১:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়ন আকবরশাহ থানা কমিটির উদ্যোগে গতকাল রবিবার নগরীর আকবরশাহ এলাকায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পাহাড়তলী ৯নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম। প্রধান বক্তা ছিলেন অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। সংগঠনের সভাপতি আসলাম হোসেন মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক দিলীপ বাবু, অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক এম এম ইসলাম রানা প্রমুখ। সভায় কাউন্সিলর জসিম বলেন, শ্রমিকদের নেতৃত্বে পরিবহন সেক্টর সাজানো হবে। পাশাপাশি শ্রমিকদের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিনোভ্যাক টিকার এক কোটি ২১ লাখ ডোজ স্থগিত করেছে ব্রাজিল
পরবর্তী নিবন্ধসহকারী অধ্যাপক আবুল হোসেনের পিএইচডি ডিগ্রি লাভ