সহকারী অধ্যাপক আবুল হোসেনের পিএইচডি ডিগ্রি লাভ

| সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ১১:২৪ পূর্বাহ্ণ

দীনবন্ধু মিত্র ও মীর মশাররফ হোসেনের নাটক : উত্তর-ঔপনিবেশিক পাঠের নিরিখে (ঞযব উৎধসধ ড়ভ উরহধনধহফযঁ গরঃৎধ ধহফ গরৎ গধংযধৎৎধভ ঐড়ংবহ: ওহ ঢ়বৎংঢ়বপঃরাব ড়ভ চড়ংঃ পড়ষড়হরধষ ঝঃঁফু) শীর্ষক গবেষণা অভিসন্দর্ভের জন্য মোহাম্মদ আবুল হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয় পিএইচডি ডিগ্রি প্রদান করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বরেণ্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর তাঁর গবেষণা কর্মের তত্ত্বাবধায়ক ছিলেন। ড. মোহাম্মদ আবুল হোসেন ইতোপূর্বে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ‘শহীদ কাদরী : কবি ও কবিতা’ শিরোনামে গবেষণার স্বীকৃতি হিসেবে এমফিল ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান উপস্থাপক তিনি। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে তিনি বর্তমানে কর্মরত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘শ্রমিকদের নেতৃত্বে পরিবহন সেক্টর সাজানো হবে’
পরবর্তী নিবন্ধসাউথইস্ট ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ কাশেম