শ্রদ্ধাঞ্জলি

সৈয়দা সেলিমা আক্তার | বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:২৪ পূর্বাহ্ণ

ছুটে গেছি চেরাগিতে

অন্তিম ক্ষণে

যেতে নাহি দিব হায়

দুঃখিত মনে।

প্রথম যে দেখা সেই

ছড়া উৎসবে

জয় হোকলিখেছেন

স্মৃতি হয়ে রবে।

কবিকে আপনি খুব

ভালোবাসতেন

কঠিন চিবর দানে

সাথে রাখতেন।

বিদায়আপনাকে

কী করে বলি

চোখের জল আর ফুলে

শ্রদ্ধাঞ্জলি।

পূর্ববর্তী নিবন্ধসময়ের খেরোখাতা
পরবর্তী নিবন্ধসেতারের তার