শ্যালককে হত্যার অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন  | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:২৭ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড এলাকায় শ্যালককে হত্যার অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শ্যালকের নাম মো. মামুন ও গ্রেপ্তারকৃত দুলাভাইয়ের নাম মো. হাসান। গত রোববার রাতে তাকে ইপিজেড থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে নিহতের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে মো. হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। নিহত মামুন ইপিজেড থানাীধন মো. জামালের ছেলে। জানা যায়, গত শনিবার রাতে ওই এলাকার আকমল আলী সড়কে মামুনের চাচাতো বোনের সাথে হাসানের ঝগড়া হয়। এ সময় শ্যালক মামুন বাধা দিলে তাকে মো. হাসান ছুরিকাঘাত করে। তখন মামুনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, মামুনকে হত্যার অভিযোগে দুলাভাই মো. হাসানকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধকাল বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন
পরবর্তী নিবন্ধজোর নিরাপত্তায় চন্দ্রঘোনা ইউপির ভোট কাল