কাল বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:২৭ পূর্বাহ্ণ

রাঙামাটি বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনে জমে উঠেছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা। ভোটারের দ্বারে প্রার্থীদের আনাগোনা, জানাচ্ছেন নির্বাচনী ইশতেহার। অন্যদিকে নির্বাচনকে স্বচ্ছ ও সুন্দর করার জন্য সকল প্রস্তুতি শেষ বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা।

রাঙমাটি শহর থেকে প্রায় ১৪৪ কিলোমিটার দূরের সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়ি। ৩য় শ্রেণির বাঘাইছড়ি পৌরসভা ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এবার ৩য় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. জমির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা রহমত উল্লাহ খাজা প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সাধারণ ও সংরক্ষিত আসনে মোট ২৮ জন কাউন্সিলর পদে নির্বাচন করছেন। ভোটাররা বিগত সময়ে পৌর এলাকা উন্নয়ন বঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি যোগ্য, সৎ প্রার্থীকে জয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বাঘাইছড়ির সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকতা চৈতালী চাকমা জানান, নির্বাচনকে স্বচ্ছ ও সুন্দর করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আগামীকাল ১৫ জুন ৯টি ভোটকেন্দ্রে মোট ১১ হাজার ১৭১ জন ভোটার ভোট প্রদান করবেন।

পূর্ববর্তী নিবন্ধ১৫৫ দেশ ভ্রমণের রেকর্ড গড়লেন নাজমুন নাহার
পরবর্তী নিবন্ধশ্যালককে হত্যার অভিযোগে দুলাভাই গ্রেপ্তার