শোভনদন্ডী ডিগ্রি কলেজে আলোচনা সভা

| বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ৭:০৭ পূর্বাহ্ণ

পটিয়া শোভনদন্ডী ডিগ্রি কলেজ ও শোভনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ৫১তম বিজয় দিবসের অনুষ্ঠান পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। বিজয়ের প্রাক্কালে ভবনসমূহ আলোক সজ্জায় সজ্জিত করা হয়।

কলেজ অধ্যক্ষ হামিদ হোসাইনের সভাপতিত্বে ও প্রদীপ চক্রবর্তীর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি মফজল আহমদ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন রিহ্যাব চট্টগ্রামের কো- চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, বিদ্যালয়ের সভাপতি এরশাদুল আলম, অভিভাবক সদস্য কাজী আবদুল মান্নান।

বক্তব্য রাখেন অধ্যাপক বিধান চক্রবর্তী, মোসাম্মৎ শরীফুন্নেছা বেগম, বেলাল উদ্দীন, মোহাম্মদ ওসমান গনি, হাছান তারেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধ ও বিদেশি সংবাদপত্র
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে যাচ্ছেন ১১০১ জন কাউন্সিলর ও ডেলিগেট