শেয়ার সোয়েটারের মালিক দম্পতির কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ জুন, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

ব্যাংকের ১৬ কোটি ৭২ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের একটি মামলায় মেসার্স শেয়ার সোয়েটারের মালিক ও হাটহাজারী উপজেলার মেখল এলাকার বাসিন্দা আমির আজম চৌধুরী ও তার স্ত্রী মেহেজাবীন আরেফিনকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

পাশাপাশি তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মো. মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত তাদেরকে এ কারাদণ্ড দিয়েছে। তিনি বলেন, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক আগ্রাবাদ শাখা ২০০৯ সালে মামলাটি দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গোপসাগর ঘিরে বাড়ছে স্বপ্ন ও সম্ভাবনা
পরবর্তী নিবন্ধআম গাছ থেকে ফেলে শিশুর চোখ নষ্ট করার অভিযোগ