আম গাছ থেকে ফেলে শিশুর চোখ নষ্ট করার অভিযোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৮ জুন, ২০২২ at ১০:২৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় অন্যের গাছ থেকে আম পাড়তে গিয়ে তৌহিদুল ইসলাম (১১) নামে এক শিশুকে গাছ থেকে ফেলে দিয়েছেন বুলু আক্তার (৪৫) নামে গাছের মালিক। এতে ওই শিশুর বাম চোখে গুরুতর জখম হয়। তার চোখ নষ্টের উপক্রম হয়েছে। উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম লালপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় বুলু আক্তারসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হয়েছে। বর্তমানে শিশুটি চট্টগ্রাম চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানে চিকিৎসাধীন রয়েছে শিশু তৌহিদ। তার বাম চোখে ব্যান্ডেজ লাগানো রয়েছে। পাশে বসা মা তানজু আক্তার জানান, তার সন্তানের বাম চোখের অবস্থা গুরুতর। চোখ বাঁচাতে হলে তাকে দ্রুত ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২১ মে শিশু তৌহিদ তার বন্ধুদের সাথে খেলতে গিয়ে বুলু আক্তারের আম বাগানে প্রবেশ করে। সেখানে তাদের একটি আম গাছে উঠে আম পাড়ছিল তৌহিদ। বিষয়টি বুঝতে পেরে বাগান মালিক বুলু আক্তার বাগানে এসে গাছের নিচ থেকে তৌহিদকে বাঁশ দিয়ে আঘাত করেন।

এতে তৌহিদ আম গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হলে তাকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তার বাম চোখের অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে তাকে চট্টগ্রাম চক্ষু হাতপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছে অভিযুক্ত বুলু আক্তারসহ তার দুই সহযোগী।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধশেয়ার সোয়েটারের মালিক দম্পতির কারাদণ্ড
পরবর্তী নিবন্ধকারো ভূমিকা প্রশ্নবিদ্ধ হলে ব্যবস্থা নেয়া হবে