শেষ হলো বেগমজান স্কুলের প্লাটিনাম জুবিলি উৎসব

| রবিবার , ১৯ মার্চ, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

হালিশহর বেগমজান স্কুলের ৭৫ বছর পূর্তিতে দুইদিনের প্লাটিনাম জুবিলী উৎসব গতকাল শনিবার সম্পন্ন হয়। দুইদিনের উৎসবে নবীণ ও প্রবীন শিক্ষার্থীদের মধ্যে বাঁধভাঙ্গা উচ্ছাস ছিল। সমাপনী দিনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আকতার। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জাহিদ হোসেন, এস এ গ্রুপ অব ইন্ড্রাস্টিজের চেয়ারম্যান মো. শাহবুদ্দিন আলম, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলী, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর উপপরিচালক ডা. মোহাম্মদ ইমতিয়াজ, কাউন্সিলর জিয়াউল হক সুমন। দুইদিনের এ উৎসবের শেষ দিনে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ করা হয়। বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্লাটিনাম জুবিলী উৎসবে প্রাক্তন ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেষ হল ‘রুচি বিউটিগ্রাম সিজন ফাইভ’
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে