শেষ মুহূর্তে টুপি আতরের দোকানে ছুটছে মানুষ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ৪:২৫ পূর্বাহ্ণ

টুপি ও আতর; ঈদ উদযাপনের অন্যতম অনুষঙ্গ। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় টুপি পরেন মুসল্লিরা। কিন্তু ঈদ জামায়াতে অংশ নিতে চাই নতুন টুপি, যেখানে থাকবে ঈদের আমেজ। যা টুপির প্রতিটি সুতো ও রঙে ফুটে ওঠবে। আবার সারা বছর নানা ব্রান্ডের পারফিউম ব্যবহারে অভ্যস্তদের কাছেও ঈদের দিনে সুগন্ধি হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয় আতর। যার মিষ্টি ঘ্রাণে ব্যক্তি ও রুচিবোধ প্রকাশ পায় ধর্মীয় আধ্যত্মিকতার মিশেলে। তাই এখন সবাই ছুটছেন আতর ও টুপি কিনতে। ভিড় বাড়ছে দোকানগুলোতে। টুপি ও আতরের নির্দিষ্ট দোকানের বাইরে ফুটপাতেও টুপি-আতরের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। ভিড় আছে সেখানেও।
আতর ও টুপি সবচেয়ে বিক্রি হয় আন্দরকিল্লাহ মসজিদ মার্কেটে। এছাড়া রেয়াজুদ্দিন বাজার, চকবাজারসহ শহরের অনেক অভিজাত শপিং মলেও পাওয়া যাচ্ছে টুপি ও আতর। বিভিন্ন দোকান ঘুরে জানা গেছে, প্রতি মিলি আতর ব্রান্ড ভেদে সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ভালো মানের টুপি ১০০ টাকা থেকে শুরু করে হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। আতর ও টুপিসহ ইসলামী বিভিন্ন পণ্য বিক্রির সুনাম আছে আয়াত স্টোরের। প্রতিষ্ঠানটির আন্দরকিল্লাহ আউটলেটের বিক্রয় প্রতিনিধি আশরাফুল হায়দার তুহিন দৈনিক আজাদীকে বলেন, ঈদকে কেন্দ্র করে আমরা নতুন সব সুগন্ধি সংগ্রহ করেছি। সব ধরনের ক্রেতার কথা বিবেচনা করে মানভেদে আতরের দাম নির্ধারণ করা হয়েছে। কর্পোরেট, সফট মিষ্টি এবং আকর্ষণীয় ঘ্রাণের আতর আছে। যেহেতু ঈদে নানান মানুষ একত্র হবে ভ্রাতৃত্বের বন্ধনে, তাই আমরা এমন ঘ্রাণ বাছাই করেছি যেগুলো সব ধরনের ক্রেতাদেরই আকর্ষণ করবে। আছে অর্গানিক কালেকশনও। একইভাবে বিভিন্ন ডিজাইনের টুপি আছে। তিনি বলেন, আতর ও টুপি কিনতে প্রতিদিন দোকানে ভিড় করছেন ক্রেতারা।
এদিক বিভিন্ন দোকান ঘুরে জানা গেছে, যারা সফট টাইপের মিষ্টি অউদ পছন্দ করেন তাদের পছন্দের তালিকায় শীর্ষে আছে চমৎকার ঘ্রানের অরজিন্যাল সুইচ এরাবিয়ানের ’সুইট অউদ’। যা প্রতি মিলি বিক্রি হচ্ছে ২০০ টাকায়।
এছাড়া মিষ্টি ঝাঝালো এলিট টাইপের আতর আজওয়া প্রতি মিলি ২০০ টাকা এবং সাফিন আল আরাব প্রতি মিলি ৩০০ টাকা, দেহেন আল অউদ মালিকি’র ছয় মিলি জার তিন হাজার ৫০০ টাকা, ‘আল হারামাইন আজওয়া’ প্রতি তিন মিলি ৬০০ টাকা, ১২ মিলি ‘সুররাতির ইওয়ান’ সাত হাজার টাকা, আল হারামাইন মমতাজ অ্যারিয়ান শোপিসসহ দুই মিলি এক হাজার ৩৫০ টাকা, রোমেন্ট এক প্রতি মিলি ৮০ টাকা, ফুলের সৌরভ মিশ্রিত ই-ই স্টোন প্রতি মিলি ৮০ টাকা, ওয়াইট ম্যাঙ মালিকি প্রতি মিলি ৩০০ টাকা, লাঙারি ম্যান প্রতি মিলি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। দুবাই থেকে আসা লাঙারি ম্যানের সৌরভ তিন-চার দিন পর্যন্ত থাকে। এছাড়া আল ওয়াদুদ প্রতি তিন মিলি এক হাজার ৮০০ টাকা, অগার্নিক অ্যারিবয়ান পাইরোদ প্রতি তিন মিলি এক হাজার ৮০০ টাকা, অর্গানিক কাহারা ব্লু ও কাহারা রেড প্রতি মিলি ৩০০ টাকা এবং সেনসুয়াল প্রতি মিলি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে টুপির মধ্যে ভিন্ন ডিজাইনের আফগানি পাকল বিক্রি হচ্ছে ১৮০, ২৮০, ৪৫০ এবং ৬৫০ টাকায়। মালয়েশিয়ান বেলবেট ৩৮০ টাকা এবং পাকিস্তানি বেলবেট ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। তুর্কি বিচারপতিরা পরেন এমন টুপিগুলো বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। বিলিভাস টুপি বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১৫০ টাকায়। গুজরাটি টুপির দাম ১৮০ টাকা। হ্যান্ড মেইড কটন ১৫০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া নেপালি টুপি, ফেব্লিক জিন্স গাবাটিং ইন্দোনেশিয়ান আর্মি ক্যাপ, ইন্ডিয়ান বগিস ইয়ামানি ডিজাইন, বাচ্চাদের কালার টুপি, জারি টুপি, সৌদি ডিজাইন টুপি, টিউনেসিয়ান টুপি, বাচ্চাদের ফুল এবং জারি টুপি কিনছে ক্রেতারা।

পূর্ববর্তী নিবন্ধকার-মাইক্রোতে ঈদযাত্রা
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার জন্মদিনের সঠিক তথ্য প্রকাশিত হলো : কাদের