চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার আগামী দিনের উন্নত বাংলাদেশ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য মহানগর শ্রমিক লীগকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বহদ্দারহাট মেয়রের বাসভবনে শ্রমিক লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে মেয়র এসব কথা বলেন। জাতীয় শ্রমিক লীগ নগর কমিটির সভাপতি বখতেয়ার উদ্দীন খানের নেতৃত্বে শ্রমিক নেতৃবৃন্দ মেয়রের সাথে সাক্ষাত করেন।
এসময় উপস্থিত ছিলেন, ব্যাংক কর্মচারী ফেডারেশন বাংলাদেশ ও সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি সৈয়দুল আলম, পূবালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন, জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী লীগের (সিবিএ) সভাপতি আবু তাহের জিহাদী, সাধারণ সম্পাদক নুরুল আবছার, কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার সেন, ডবলমুরিং থানা শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ফখরুল আলম, মনজুরুল কাদের, রাজা মিয়া, নাসির উদ্দীন বুলু, আবু সৈয়দ, সরওয়ার আলম, ইলিয়াছ, রাশেদুল ইসলাম, ফেরদৌস আলম, জামাল উদ্দীন, মোস্তফা, জিয়াউল হক, নুর ইয়াছিন মাহমুদ, জয়নাল আবেদীন, বসির, নুরুল কবির, টিকলু কান্তি দে, মো. জামসেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












