শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে

বিভিন্নস্থানে প্রস্তুতি সভায় বক্তারা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৯:৩৬ পূর্বাহ্ণ

আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামে বিভাগীয় জনসভা উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পূর্ব নাসিরাবাদ গ ইউনিট আওয়ামী লীগ : আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে পূর্ব নাসিরাবাদ গ ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদ চৌধুরী মুক্তির সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈমুদ্দিন, ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরোওয়ার্দী, কাউন্সিলর মোর্শেদুল আলম, মশিউর রহমান দিদার, বাহাউদ্দিন লতিফি, আবু বক্কর, কমল বড়ুয়া, এসএম আলম, নুরুল আলম চৌধুরী, ইদ্রিস মিয়া, আব্দুল হাকিম, আজিজুল হক চৌধুরী, ইলিয়াছ বাবলু, হাবিবুর রহমান তারেক, মোহাম্মদ মোহসীন, মাইনুল হক মনা, শফিকুর রশিদ, ইফতেখার উদ্দিন, সাইফুদ্দিন বাবু, মো. ইসমাইল, নূর নাহার বেগম ফুলু, আব্দুর রব সোহেল, ইলিয়াছ সেলিম, সোহেল রানা, আব্দুল হাকিম, মোহাম্মদ শহিদ, হায়দার আলী, মো. পারভেজ, জাহা্‌ঙ্গীর আলম, জাহেদ হোসেন টিট, তৌহিদুল ইসলাম শামীম, মো. ইসকান্দর হোসেন শিবলু, মো. ইয়াছিন, মো. কামাল, মো. সাদমান, রবিউল হোসেন তুহিন প্রমুখ।

৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড : পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও মহানগর যুবলীগ নেতা তাজউদ্দীন রিজভীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা লক্ষিপদ দাশ, হাজী নাছির আহমেদ, দোদুল দাশ, গোবিন্দ দাশ, অনিল সর্দ্দার, আমিনুল ইসলাম শাহেদ, কোতোয়ালি ছাত্রলীগ সভাপতি অনিন্দ্য দেব প্রমুখ। আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ সাবেক সদস্য খোরশেদ আলম রহমান, মহানগর যুবলীগ নেতা সাইফুদ্দীন আহমেদ, তানভীর আহমেদ রিংকু, জাহাঙ্গীর আলম, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুল আজিজ, এনামুল হক, আবদুল মতিন, তারাপদ দাশ, আওয়ামী লীগ নেতা হুমায়ুন মোর্শেদ শাকিল, খোরশেদ আলম, অসিউর রহমান, শাফফত বিন আমিন, মিজানুর রহমান জসিম, মো. জমির উদ্দীন পারভেজ, মো. নিয়াজ, মো. রুবেল, মো. ইদ্রিস, লাভলু, রাশেদুল আলম, আকতার মিয়া, নুরুল আজিম, আমিনুল ইসলাম শাহেদ, শফিউল আলম জনি, মো. রাজু, মো. আজম, মো. নজরুল, আকবর আলী জনি, মো. জাভেদ, মো. হারুন, মো. সাজ্জাদ, আবু তৈয়ব মিজান, ইরফান দোভাষ, মো. আতিক, মিরাজ হোসেন, ইশরাক দোভাষ, মো. রিয়াদ, ইমন, সৌরভ সহ নেতৃবৃন্দ।

স্বেচ্ছাসেবক লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল ও নগর স্বেচ্ছাসেবক লীগে তৃণমূল থেকে সংগঠিত করার লক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বুধবার নগরীর কদম মোবারকস্থ একটি কমিউনিটি সেন্টারে মহানগরের ২০,২১ ও ২২ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও প্রধান বক্তা ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুূদ্দীন। নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মনোয়ার জাহান মনির সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ হেলাল উদ্দীন, আবুল হাসনাত মো. বেলাল, এ্যাড. তসলিম উদ্দীন, সুজিত দাশ, নাজমুল হুদা শিপন, মুহাম্মদ আজিজ মিসির, আব্দুর রশীদ লোকমান, দেবাশীষ আচার্য্য প্রমুখ।

ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদ : চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ও ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চুর উদ্যোগে নগরীর মোড়ে মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে জিইসি মোড় হয়ে গোলপাহাড় মোড়, প্রবর্তক মোড়, মেডিকেল কলেজ হাসপাতাল, অলি খাঁ মসজিদ মোড়, প্যারেড ময়দান, দিদার মার্কেট, আন্দরকিল্লা মোড়, লালদিঘী মোড়, কোতোয়ালি মোড়সহ নানা স্থানে পূর্থকভাবে ট্রাক নিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা সৈয়দ আনিসুর রহমান, রাকিব হায়দার, সালাউদ্দিন কাদের আরজু, নুরুল আবছার রাফি, মাসুম বিল্লাহ, মেহেদী হাসান মিঠু, শফিকুল ইসলাম রবিন, মোহাম্মদ হেলাল বাদশাহ, শাহাদাত হোসেন আবিদ, মোহাম্মদ এহসান, রাসেল পারভেজ, মোহাম্মদ আরিফ, জাহেদুল ইসলাম জামশেদ, আশরাফুল ইসলাম ফাহিম, শহীদুল ইসলাম সানি, সৌরভ নন্দী শান্ত, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ ইমনসহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্মশালায় ডা. তাহমিনা হক স্পেশাল সন্তানের মা হিসেবে আমি গর্বিত
পরবর্তী নিবন্ধজাফরুল ইসলাম চৌধুরীসহ বিএনপির তিন নেতাকে স্মরণ