শেখ রাসেল ল্যাবের জন্য ৪৮৭ কোটি টাকায় ৮৫ হাজার ল্যাপটপ

| শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

ডিজিটাল ল্যাবের জন্য ৪৮৭ কোটি ২১ লাখ ৭ হাজার ৭৯১ টাকায় ৮৫ হাজার ল্যাপটপসহ তথ্য প্রযুক্তি সামগ্রী কিনছে সরকার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। খবর বিডিনিউজের।
তিনি বলেন, অনুমোদিত ক্রয় প্রস্তাব অনুযায়ী, ৮৫ হাজার ল্যাপটপ ছাড়াও ৫ হাজার ওয়েবক্যামেরা, ৫ হাজার রাউটার এবং ৫ হাজার নেটওয়ার্ক সুইচসহ অন্যান্য তথ্যপ্রযুক্তি সামগ্রী সংগ্রহ, সরবরাহ ও স্থাপন করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপসহ এসব সরঞ্জাম বিতরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধটিআইসিতে মান্নান হীরা স্মরণ উৎসব আজ
পরবর্তী নিবন্ধজাতীয় শিশু দিবসে বন্দর কর্তৃপক্ষের বর্ণাঢ্য আয়োজন