শেখ রাসেল কবিতা আবৃত্তি প্রতিযোগিতা সম্পর্কে জ্ঞাতব্য

| মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে পাঁচ দিনব্যাপী শেখ রাসেল ছোটোদের বইমেলা ও শিশুসাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আগামী ১৬ অক্টোবর রোববার, বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি গ্যালারি ভবনে ‘শেখ রাসেল কবিতা আবৃত্তি প্রতিযোগিতার’ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিভাগ : ক (প্লে গ্রুপ থেকে ২য় শ্রেণি), খ (৩য় থেকে ৫ম শ্রেণি), গ (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি), ঘ (৯ম থেকে একাদশ শ্রেণি)। শেখ রাসেলের ওপর যে কোনো কবিতা আবৃত্তি করা যাবে।
ফরম জমাদানের শেষ তারিখ : ১০ অক্টোবর ২০২২। আবেদন ফরমের কোনো মূল্য নেই বা প্রতিযোগিতার জন্য কোনো ফি দিতে হবে না। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারীকে এক হাজার টাকা নগদ ও এক হাজার টাকার বই; ২য় স্থান অর্জনকারীকে সাত শত টাকা নগদ ও সাত শত টাকার বই ও ৩য় স্থান অর্জনকারীকে পাঁচশত টাকা নগদ ও পাঁচ শত টাকার বই পুরস্কার হিসেবে দেওয়া হবে। পাশাপাশি উপস্থিত সকল অংশগ্রহণকারীকেও উৎসাহ পুরস্কার হিসেবে বই প্রদান করা হবে। আবেদন ফরম প্রাপ্তি স্থান : আইকো, পূর্বদেশ অফিসের ২য় তলা, কদমমোবারক বাই লেইন, মোমিন রোড, চট্টগ্রাম। যে কোনো তথ্যের জন্য যোগাযোগ : ০১৮১৮-০১৬৫৮০

পূর্ববর্তী নিবন্ধরানির মৃত্যুর পর গ্রেট স্টার হীরা ফেরত চেয়েছে দক্ষিণ আফ্রিকা
পরবর্তী নিবন্ধপরীক্ষার্থীদের জন্য বাস ভাড়া নয়, শিক্ষার্থীদের জন্য ছাড়