শেখ রাসেলের জন্মদিন আজ

মোহাম্মদ ওয়াহিদ মিরাজ | সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৮:০৬ পূর্বাহ্ণ

‘আঙ্কেল, তোমাদের হাতে রাইফেল কেন? তোমরা আমার দিকে এভাবে কি দেখছো? তোমরা কি আঙ্কেল আমাকে মেরে ফেলবে? আমি মরতে চাই না, আমি আমার বাবা মায়ের কাছে যাবো আঙ্কেল।’ কান্নাজড়িত ভয়ার্ত কণ্ঠে মাত্র ১০ বছর বয়সের একটি ছেলের এমন আকুতিমাখা মিনতি বিন্দুমাত্র টলাতে পারেনি পঁচাত্তরের অভ্যুত্থানকারী কিছু পাষণ্ডের হৃদয়। অতঃপর বিপথগামীর রাইফেলের ঠাস্‌ ঠাস্‌ শব্দের সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ৪র্থ শ্রেণীতে পড়ুয়া শেখ রাসেল।
আজ ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে প্রথমবারের মতো এদেশবাসী “ক শ্রেণীভুক্ত জাতীয় দিবস” হিসেবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করবে। তার স্বপ্ন ছিল তারই বাবার মতো মানুষের জন্য নিজের জীবনকে উজাড় করে দেয়া। আর তাই তো তার হৃদয়জুড়ে মানুষের জন্য অফুরন্ত ভালোবাসা ছিল। ফলে দেশের স্থপতি তথা প্রেসিডেন্টের সন্তান হয়েও তার সহপাঠীসহ সকলের সঙ্গেই তার সাদাসিদে চলাফেরা ছিল। ঘাতকের বুলেট শেখ রাসেলের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দেয়নি ঠিকই তবে খুনিরা তার স্বপ্নকে ধুলিসাত করতে পারেনি। এ সময়ের লাখো শিশুর মাঝে আরো উজ্জ্বল হয়ে শেখ রাসেলের স্বপ্নের বাংলাদেশ টিকে আছে, থাকবে অনন্তকাল। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে যুগে যুগে হত্যাকাণ্ড ঘটেছে ঠিকই কিন্তু পরিবারের আপন জনদের এতোগুলো লাশ সম্মুখে রেখে একটি নিষ্পাপ শিশুকে এমন নির্মমভাবে হত্যাকাণ্ডের খবর বিশ্ববাসী আর শোনেনি। তাই আজকের দিনে চাওয়া হোক ‘শেখ রাসেলের মতো আর কোন শিশুই যেন পৃথিবীর কোথাও এমন নির্মমতার শিকার না হয়।’

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেলের জন্য একরাশ ভালোবাসা
পরবর্তী নিবন্ধসম্পর্ক টিকিয়ে রাখতে যত্নশীল ও বিশ্বাসী হতে হবে