‘শেখ মুজিবের মেয়ে’র প্রথম মঞ্চায়ন ৫ জুলাই

| শনিবার , ২ জুলাই, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

নাট্যমঞ্চ রেপার্টরি প্রযোজিত নতুন নাটক ‘শেখ মুজিবের মেয়ে’। নাটকের প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আগামী ৫ জুলাই সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। এটি নাট্যমঞ্চ রেপার্টরির দ্বিতীয় প্রযোজনা।

কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরীর গল্প অবলম্বনে, জাহেদুল আলমের নাট্যরূপ ও নির্দেশনায় ‘শেখ মুজিবের মেয়ে’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভ্রা বিশ্বাস, জাহেদুল আলম, ফারিন মাহমুদ টুশি, সায়েম উদ্দীন, সায়মা জান্নাত, মাশরুর আহমেদ দ্বীপ ও রাবেয়া জামান এঞ্জেলা।

‘শেখ মুজিবের মেয়ে’ নাটকের প্রযোজনা অধিকর্তা তিলক বড়ুয়া, মঞ্চ ও আলোক পরিকল্পক সুচরিত চৌধুরী, আবহ পরিকল্পনা ও সংগীত সংযোজনে ডা. দীপংকর দে, পোশাক পরিকল্পক মুহাম্মদ শাহ্‌ আলম, রূপসজ্জা শাহীনূর সরোয়ার, নৃত্য হেমা বড়ুয়া ও স্মরণিক অলংকরণে আযরাহ দীপান্বিতা তিতলি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটের সহকারী পরিচালক পদে রাশেদুল ইসলামের পদোন্নয়ন
পরবর্তী নিবন্ধএতিমখানায় লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের মৌসুমি ফল বিতরণ