শেখেরখীল চেয়ারম্যানকে আসামি করে মামলা

অস্ত্র উদ্ধারের ঘটনা

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১০:১৯ পূর্বাহ্ণ

বাঁশখালীর শেখেরখীলের চেয়ারম্যানের ওপর হামলা অভিযোগ এনে গত বুধবার বিকালে শেখেরখীল এলাকার ছিদ্দিক আহমদের পুত্র নুরুল কাদেরকে (৪৮) একটি দেশীয় তৈরি অস্ত্র ৪ রাউন্ড গুলিসহ থানায় তুলে দেওয়া হলেও ওইদিন গভীর রাতে নুরুল কাদেরকে পুলিশ ছেড়ে দিয়ে চিকিৎসার জন্য প্রেরণ করে। সেদিনের ঘটনায় নুরুল কাদের বাঁশখালী হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার রাতে শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিনকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা করেছেন বলে জানা গেছে। তবে ওইদিন পুলিশের হাতে দেওয়া দেশীয় তৈরি অস্ত্র ৪ রাউন্ড কার্তুজগুলো কার এখনও সঠিক করে বলতে পারছে না থানা প্রশাসন। অচিরেই জানা যাবে বলে জানান বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সফিউল কবীর।
উল্লেখ্য, গত বুধবার শেখেরখীল এলাকার নুরুল কাদেরকে পূর্বের বিরোধের জেরে মারধর করে অস্ত্রসহ পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ চেয়ারম্যানের লোকজনের বিরুদ্ধে। তবে চেয়ারম্যান এর বিরোধিতা করে বলেন, আমি উন্নয়ন কাজ পরিদর্শন করতে গেলে আমার ওপর হামলা চালালে আমার লোকজন তাকে ধরে এনে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার পর থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন এবং ঘটনার ব্যাপারে প্রকৃত সত্য জানার চেষ্টা চলছে বলে থানা সূত্রে জানা যায় ।

পূর্ববর্তী নিবন্ধভেঙে গেল সব রেকর্ড
পরবর্তী নিবন্ধভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা মীরসরাইয়ে আটক