কিছু নেই এখানে..
জন্ম, মৃত্যু কিচ্ছু না!
ধুলোর শরীরে শুয়ে থাকি তোমার শিয়রে,
জানালায় টাঙিয়ে রাখি তোমার কল্পিত মূর্তি।
আমি দুঃখের পাশে যাই..
দুঃখের ওপারেও তুমি!
এরপরই বিতৃষ্ণা হয়ে গঙ্গা, যমুনা আর আমি
পাল্টে ফেলি দিক।
এবার অন্তত আর কাছে এসো না।
নিত্যদিন আমায় ছুঁয়ে নিত্যদিন পোড়াও আমায় সরল আগুনে!
আমি জানি অখ্যাত কোনো ক্ষতের আর্তি তোমার জানা নেই।
তাই বলছি এসো না এখানে।
এখানে সবই শূন্য
আমি ছাড়া কিচ্ছু নেই এখানে!