পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এসেছে দারুণ মাস

লিপি বড়ুয়া | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

ঋতু পরিবর্তনের ধারাবাহিকতায় বসন্ত জাগ্রত ধারে। মনের মাধুরী মিশিয়ে ফাল্‌গুনের আমন্ত্রণে ব্যস্ত জনজীবন। প্রকৃতি সেজেছে আজ নবরূপে। প্রকৃতির মাঝে আমরা খুঁজি জীবনের রঙিন স্বপ্নগুলো। প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে মানুষের মনের ও পরিবর্তন হয়। ফাগুন প্রকৃতির চঞ্চলতা নিয়ে ফিরে আসে। নব পত্রপল্লব শিমুল পলাশে রঙিন হয়ে উঠে প্রকৃতির রূপ। মানুষের মনোজগতে বিরাট প্রভাব ফেলে এই নবরূপের প্রকৃতি। ভালোবাসা দোলা দিয়ে যায় মনের রঙিন ক্যানভাসে। স্বপ্ন রঙিন ছবি এঁকে যাই মন জুড়ে। ফাল্গুনের এই নবরূপ আমাদের ভালোবাসতে শেখায় চারপাশের মানুষদের। হিংসা বিদ্বেষ ভুলে ফুলের গন্ধে পাখির গানে বসন্তের রূপ সুধা পান করি ভালোবাসাময় আনন্দ উচ্ছলতায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান মনে দোলা দিয়ে যায় – আহা আজি এ বসন্ত/ এত ফুল ফুটে, এত পাখি গায়’। পলাশ শিমুল ফোটা দারুণ এই ফাল্গুনের মাস উপভোগ্য করে তুলি জীবনের সবটুকু সৌন্দর্য দিয়ে। আসুন সবাই প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করি জীবনকে সুন্দর করে তুলতে। প্রকৃতি যেমন তার অকৃত্রিম ভালোবাসায় আমাদের মুগ্ধ করে রাখে আমরাও তেমন চারপাশের মানুষকে সুখী রাখার চেষ্টা করি। জীবন সুন্দর যদি তাঁর প্রতি যত্নবান হতে পারি। প্রকৃতির মতো কোমল মন হোক আমাদের। ফাল্গুনের বর্ণিল ঘোরলাগা ছন্দে উদ্বেলিত হোক আমাদের জীবন। নতুন করে স্বপ্ন বুনে যাই জীবনের পথচলায়। প্রকৃতি যেমন ঘাত প্রতিঘাত পেরিয়ে নিজেকে আবার নতুন করে সাজিয়ে নেয় ঠিক তেমনি আমরাও সকল দুঃখ গ্লানি মুছে ফেলে আবার নতুন আশা নিয়ে নিজেকে গড়ে তুলতে পারি। ফাল্গুন সবার জন্য আনন্দময় হোক। ভালোবাসায় পরিপূর্ণ থাকুক সবার জীবন।

পূর্ববর্তী নিবন্ধশূন্য বাসর
পরবর্তী নিবন্ধকাজে ব্যস্ত থাকি একাকীত্বকে দূরে রাখি