ফিরে এসো সত্ত্বর,
থেমে আসছে পথ চলার পথ।
জীবনতো একটাই।
তোমার সান্নিধ্যই জীবনের অপূর্ণতা
পূরণের একমাত্র অবলম্বন।
একাকী জীবনে এলোমেলো পথচলা
অসুন্দরের ভাবনায় মনের কোণে
একরাশ কালোমেঘের ছায়া।
সূর্যের আবীর মাখা রঙে পথ রাঙিয়ে
দুজনের একসাথে পথ চলার স্মৃতি
আজো জ্বলজ্বল করে হৃদয় মন্দিরে।
তুমিবিহীন কৃষ্ণচূড়ায় ফুল ফোটেনা
আগের মতো, সুমধুর সুরে কোকিল ডাকে না,
শিউলি ফুলের সৌরভ ছড়ায় না।
তোমার শূন্যতায় হারিয়ে গেছে সব।
ভোরে সূর্য উঠার লাল রঙ আর বিকেলের
সূর্য ডোবার লাল রঙের তফাৎ খুঁজতে
সময় বয়ে যায় নিয়মের অনিয়মে।
গোধূলি বেলায় বেলাভুমিতে একাকী হেঁটে চলায়
কোন আনন্দ নেই, শিহরণ নেই।
নিষ্প্রাণ অনুভূতিগুলো ঢেউয়ের মাঝে
আছড়ে পড়ে হারিয়ে যায় অবলীলায়।
তবুও হেঁটে চলি আনমনে তোমাকে
স্মৃতির ক্যানভাসে রেখে।
ক্লান্তির পরশে একসময় থেমে যায় পথচলা ।







