সরকারি অনুদানের সিনেমা ‘জলরঙ’ শুটিং শুরু হয়েছে গতকাল রোববার। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করবেন অভিনেতা সাইমন সাদিক। এটি নির্মাণ করছেন নির্মাতা অপূর্ব রানা। এ নির্মাতা জানান, গাজীপুরের হোতাপাড়ায় শুরু হয়েছে জলরঙ সিনেমার প্রথম লটের শুটিং। টানা দশ দিন চলবে শুটিং। প্রথম দিনে অভিনয়শিল্পীদের বিভিন্ন লুকের শুটিং হয়েছে। মূল শুটিং শুরু হবে সোমবার। ‘জলরঙ’ সিনেমায় সাইমন ছাড়াও একঝাঁক তারকাশিল্পী অভিনয় করবেন। তাদের মধ্যে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, উষ্ণ হক, মাসুম আজিজ, ফারজানা সুমি, ফারজানা রিক্তা, শতাব্দী ওয়াদুদ, রাশেদ মামুন অপু, আশিষ খন্দকার, বরদা মিঠু, জয়রাজ, কমল পাটেকার, এলিনা শাম্মি, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী, মৌ শিখাসহ অনেকে।
নির্মাতা অপূর্ব রানা জানান, সিনেমাটি আরও দুই জন নায়ক ও একজন নায়িকা অভিনয় করবে। তাদের নাম আপাতত চমক হিসেবে রাখা হয়েছে। পরবর্তী সময়ে তাদের নাম প্রকাশ করা হবে। প্রসঙ্গত, ২০২০-২১ অর্থ বছরে প্রযোজক দোলোয়ার হোসেন দিলু ‘জলরঙ’ সিনেমার জন্য ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন। হোতাপড়া ছাড়াও টেকনাফ, সেন্ট মার্টিন ও মালয়েশিয়া সিনেমাটির দৃশ্যধারণ করা হবে।