বঙ্গবন্ধু বায়োপিকের বাংলাদেশ অংশের শুটিং নভেম্বরে

| সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১১:৪১ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’র শেষ ধাপের শুটিং হবে বাংলাদেশে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ঢাকার বিভিন্ন এলাকায় এ সিনেমায় দৃশ্যধারণ হবে বলে জানান বায়োপিকের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমী। তিনি জানান, মাস খানেকের মধ্যে সিনেমার দৃশ্যধারণ সম্পন্ন করা হবে। ইতোমধ্যে ভারত থেকে সিনেমার কাস্টিং ডিরেক্টর শ্যাম রাওয়াতসহ একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছেন। খবর বাংলানিউজের।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বিগ বাজেটের চলচ্চিত্রটি পরিচালনা করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল।
আগামী বছরের মার্চে সিনেমাটি মুক্তি পাবে বলে জানান ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। ২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় দৃশ্যধারণ করা হয়েছে। সিনেমার আশিভাগ দৃশ্যধারণ করা হয়েছে; বাকি অংশের দৃশ্যধারণ বাংলাদেশ ও কলকাতায় করা হবে।
সেপ্টেম্বরে বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও করোনাভাইরাসের কারণে তা পেছানো হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এফডিসির এক কর্মকর্তা জানান, রাজধানীর তেজগাঁও পুরানো বিমানবন্দরসহ ঢাকার বেশকিছু এলাকায় দৃশ্যধারণ করা হবে। এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।

পূর্ববর্তী নিবন্ধশুরু হলো অনুদানের ‘জলরঙ’
পরবর্তী নিবন্ধপ্রচার বন্ধ শাহরুখের বিজ্ঞাপন!