শুভ হোক ২০২৬

নাছিম আখতার রিনা | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

মুখ আর মুখোশের

ব্যবধ্যানটা বুঝি না,

কে আপন কে যে পর

এখন আর খুঁজি না।

নিজ মতে নিজে চলি

বিরোধ এড়িয়ে চলি,

কেন খোঁজে চোরা গলি

চোখ দেখে বুঝে ফেলি।

যত কাজ তত শত্রু

ফাঁকি ধোঁকায় উত্থান

প্রহসনে না টিকলে

হঠাৎ হয় প্রস্থান।

স্থাপনায় ধূঁলো ঝরে

ইতিহাস জ্বলে পুড়ে

আসন বসন সরে

নব যুগ নয় দূরে!

রক্ত বন্যা যাক থেমে

মুখোশটা যাক নেমে

শিক্ষণীয় ২০২৫

শুভহোক ২০২৬.

পূর্ববর্তী নিবন্ধঅমৃতধাম
পরবর্তী নিবন্ধঅবিনাশী সুর