এতদিন বাংলাদেশের ব্যাংকগুলোতে নামের শেষে শুধু ‘লি (লিমিটেড)’ থাকলেও এখন তা প্রতিস্থাপিত হবে ‘পিএলসি (পাবলিক লিমিটেড কোম্পানি)’ দিয়ে। ‘পিএলসি’ যুক্ত করতে দেশে কার্যরত সব ব্যাংকের কাছে গতকাল বুধবার নির্দেশনা গেছে বাংলাদেশ ব্যাংক থেকে। তাতে বলা হয়েছে, ‘সীমিতদায় পাবলিক কোম্পানি হিসেবে ব্যাংকসমূহকে উহার নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানী বা পিএলসি’ শব্দ লিখতে হবে।’ খবর বিডিনিউজের।











