তুই একটু যদি আমার হতিস
পৃথিবীটা আমার হত
দূর হত সব শাপ
অভিশাপের তুমুল খেলা
অভিমানের অতল মেলা
সব খাওয়াতাম খাপ
তুই নোনতা জলে আমার হতিস
পানতা জলে আমায় পেতিস
ভাব হত সব পাপ
পুণ্য-পাপের হিসেব থেকে
অপূর্ণতাকে আগলে রেখে
পাপকে দিতাম মাপ
তুই ওষ্ঠ ছোঁয়া ওষ্ঠাগত
পিষ্ট ছোঁয়ার সম্মুখ যত
সম্মুখ সমর আমার
তুই যত্নে গড়া আমার আকাশ
অ-যত্নে তুমুল অবহেলার
শে-কল পড়া ঘুঙুর
তুই বিশাল আকাশ আমার দেখা
মেলি আমার ছোট্ট পাখা
আকাশ দেখার তরে
আমি বদ্ধ ঘরে আটকে থাকি
আকাশ দেখা আগলে রাখি
নেত্র দুটি মেলে
তুই সহিংসতা অহিংসতায়
অসংলগ্ন অনামিকায়
আমায় ডেকে যা
তোর সুবাস ভরা আবাস আমার
আবেশে যে রাখে আমায়
একটু দেখে যা!
তুই পদার্থ হ, মৌলিকতায়
অপদার্থ-যৌগিকতায়
রসায়নের রসে ডুবে থাক,
তুই সমাজের অসমতায়
সব ক্ষমতার অক্ষমতায়
তুই শুধু আমার হয়েই থাক…