শীতে উষ্ণতায় অভিসার

রূপক কুমার রক্ষিত | সোমবার , ২ জানুয়ারি, ২০২৩ at ৪:০৬ পূর্বাহ্ণ

শীতের সকালে ঘন কুয়াশার

চাদরে ঢাকা চারিধার,

অলস আমেজে হিমেল আবেশে

শীতেউষ্ণতায় অভিসার।

কুয়াশার ভীরে নীড় খানা ছেড়ে

পাখিদেরও নেই ডাকাডাকি,

হাড়কাঁপানো কনকনে শীতে

মেলে না ঘুম ঘুম আঁখি।

গাছের পাতায় শীতল ছোঁয়ায়

হাওয়া ঝিরঝির ঝরে,

শীতের ঘোরে জড়োসরো হয়ে

গা কাঁপে শির শির করে।

লাজরাঙা রূপে পূবের আকাশে

সূর্যটা উঁকি ঝুঁকি মারে,

রাতের শিশির সোনালী রোদে

জ্বলে জ্বলজ্বল করে।

সরষে ফুলের হলুদিয়া রঙ

রাঙায় নবরূপ সাজে,

সবুজের মাঠে সুরভি ছড়ায়

উষ্ণ স্নিগ্ধতা সাথে।

খেজুরের রসে, খেজুরের গুড়ে

রসালো পিঠার কত বাহার,

সকালের রোদে সকলের সাথে

আড্ডাটা বেশ মজাদার।

পূর্ববর্তী নিবন্ধনতুন বছরের প্রত্যাশা: একটি সমৃদ্ধশালী বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসাহিত্যিক মাহবুব উল আলমকে মনে পড়ে