শীতের সকাল

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ২৫ জানুয়ারি, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

()

পৌষের শীতফুল হিম শাখে ফোটে,

সকালের কচি হাসি কুয়াশার ঠোঁটে।

()

নিচে দিয়ে কে আগুন জ্বালিয়েছে ভাই?

ধোঁয়া ওঠা দীঘিটা তো আস্ত কড়াই!

()

শীত ভোর কাঁথা লেপ তোষকের উম,

ধোঁয়া ওঠা মজাদার পিঠা পুলি ধুম।

()

ঘাসেরই কানে দোলে শিশিরের দুল,

সকালের সোনা রোদ অতুল অতুল!

পূর্ববর্তী নিবন্ধশীতের বাতাস
পরবর্তী নিবন্ধমৌমাছি