মৌমাছি

শৈবাল বড়ুয়া | বুধবার , ২৫ জানুয়ারি, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

মৌমাছি ! মৌমাছি !

রাঙা রোদ্দুরে ,

ডাক দিয়ে গেলি তুই

গুণ গুণ সুরে ।

নিষেধের দ্বার খুলে ,

বাতাসের স্রোতে দুলে ,

মন চায় তোর মতো

উড়ে যাই দূরে !

অনেক অনেক দূরে

ফুলের পাড়ায় ,

নীল আকাশের নীচে

মেঘের ছায়ায় !

সবুজ ঘাসের ভীড়ে

ঝিকিমিকি নদী তীরে ,

উড়ি আর ঘুরি বনে

যত মন চায় !

পূর্ববর্তী নিবন্ধশীতের সকাল
পরবর্তী নিবন্ধমাথা ছাড়াও যে পতঙ্গ কয়েকদিন বেঁচে থাকতে পারে