শীতের রাতে

জাবীদ মাইন্‌উদ্দীন | বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি, ২০২৪ at ৭:৫১ পূর্বাহ্ণ

শীতের রাতে মায়ের বুকে বেশতো আছি আমি

তুলোর লেপে এলিয়ে দেহ উলের কাঁথা দামী

চৌদিকেতে ইটের প্রাচীর একটুও নেই ফাঁকা

মাথার নীচে মায়ের বাহু মুখটি বুকে ঢাকা

মাটি আমার কাতর দেহে যখোন নেভায় আলো

উষ্ণ আাদর ও মমতায় কী যে লাগে ভালো

পরম স্নেহে কপাল জুড়ে যখোন আঁকে চুম

দুচোখ বেয়ে নেমে আসে আরও গভীর ঘুম

রাত গহীনে মাটি আমায় আদর করে চুলে

নিজের জীবন যন্ত্রণা ও দুঃখ ব্যথা ভুলে

আঁধার ছিঁড়ে ভোরের কুসুম ফুটবে যখোন এই

মাটি আমার আপন মনে হারিয়ে ফেলে খেই

আরতো বেশি খুব দূরে নয় ইস্কুলের ঐ পথও

শীত যে অনেক নাও ঘুমিয়ে বাপটি আমার যতো

রাত কেটেছে খুব কী সুখে হিম কুয়াশার ভিড়ে

আমার বুকের কষ্টগুলো দেখলো না কেউ ছিঁড়ে

কিন্তু যখোন ভাগ্যহারা ছোট্ট শিশুগুলো

পথের ধারে ঝিমিয়ে পড়ে মেখে কাদা ধূলো

দুঃখভরা হাহাকারের আকাশ মাথায় নিয়ে

আলোকধারায় আমরা তখোন সাজায় বর ও বিয়ে

আমাদের এই আলোয় ভরা অনুভবের মাঝে

তাদের দুঃখ ও কষ্ট যেনো একই সুরে বাজে

কনকনে এই শীতের প্রহর কাটছে কেমন করে

এসব ভেবে দুচোখ বেয়ে অশ্রু শুধু ঝরে।

পূর্ববর্তী নিবন্ধশীতের পরাজয়
পরবর্তী নিবন্ধহতে পারো