শীতার্তদের প্রতি এগিয়ে আসুন

| বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ সারা দেশে হাড় কাঁপানো শীত নেমেছে। সমগ্রদেশে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। হিমেল হাওয়ায় প্রকৃতিতে নেমেছে নীরবতা। এই মুহূর্তে বিরূপ আবহাওয়ার প্রভাবও নেই সমুদ্রে। যে কারণে শীতের শুষ্কতার ছোঁয়া চারদিকে। প্রসঙ্গতঃ উচ্চবিত্ত আর মধ্যবিত্তদের কাছে শীতের দিন উৎসবের সময় হলেও নিম্নবিত্ত এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য এই শীত নিয়ে আসে এক ভয়াবহ দুর্ভোগ। আমরা যখন লেপকম্বল গায়ে জড়িয়ে দীর্ঘরাত সুখনিদ্রায় বিভোরতখন তাদের রাত কাটে নির্ঘুম অবস্থায় শীতের প্রকোপে জবুথবু হয়ে। যার পেটে ভাত নেই, তার গায়ে গরম কাপড় জুটবে কীভাবে? আমরা কি পারি না তাদের সাহায্যে একটু এগিয়ে আসতে?

তাই, মানবতার বৃহত্তর কল্যাণেঅসহায় মানুষের সাহায্যার্থে সবাইকে এগিয়ে আসার আহ্‌বান জানাচ্ছি। কনকনে শীতে ঠকঠক করে কাঁপা অসহায় মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে? এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি মানুষের মমত্ব ও ভালোবাসা। আমরা চাইলেই এসব দুঃখী মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি। মনে রাখতে হবে, আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ।

এম.আবু ছৈয়দ চৌধুরী,

১২৩ নিমতলা,বন্দর,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকমলকুমার মজুমদার : স্বাতন্ত্র্যের সন্ধানী ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধমাদকের আখড়া থেকে ফুলের সাম্রাজ্য