শীতার্তদের পাশে দাঁড়ান

| সোমবার , ২৮ নভেম্বর, ২০২২ at ৭:৩৯ পূর্বাহ্ণ

এখন শীতকাল। ভোরে এবং সন্ধ্যায় গা হিম করা বাতাস বয়ে যায়। সন্ধ্যা পেরিয়ে রাত যত গভীর হয় শীতের তীব্রতা ততই বাড়তে থাকে। ঠাণ্ডায় কুঁকড়ে যায় পথের ধারে থাকা মানুষজন। শীত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র তাদের নেই। এই শীতের তীব্রতা সহ্য করতে না পেরে মৃত্যু হয় অনেকের। তেমনি গ্রামের মানুষ যারা নিম্নবিত্ত তাদের শীত নিবারণের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র থাকে না। এই প্রচণ্ড শীতে বেঁচে থাকা তাদের জন্য যেন অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই আসুন আমরা যারা সামর্থ্যবান আছি আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি এসব মানুষদের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দেয়ার জন্য। শীতের রাতে রাস্তায় বের হয়ে পথের ধারে কুঁজো হয়ে শুয়ে থাকা মানুষদের গায়ের ওপরে জড়িয়ে দিই একখানা কম্বল। যা হতে পারে তাদের এই শীতে বেঁচে থাকার একমাত্র সম্বল। আমরা সবাইকে না হলেও অন্তত আমার ঘরের পাশের শীতবস্ত্রহীন মানুষটিকে একটি শীতবস্ত্র দিয়ে সাহায্য করার জন্য এগিয়ে আসি। আমরা প্রতিজ্ঞা করি, আমরাই ছড়িয়ে দিবো উষ্ণতার ছোঁয়া।
জোবাইদুল ইসলাম
শিক্ষার্থী,
সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা, মীরসরাই, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক আবদুর রাজ্জাক : শিক্ষাবিদ ও জ্ঞানতাপস
পরবর্তী নিবন্ধইতিবাচক চিন্তা করা উচিত