বিভিন্ন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের উদ্যোগে গত ২১ ডিসেম্বর রাউজানে শীতার্ত অসহায় অর্ধশতাধিক পরিবারে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন করা হয়। এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাব।
উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল আলম, চবি রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দীন, রাজেশ দাশ, মেহেরাজ হোসেন, রাফিউল কবির রাফি, প্রান্ত, মোহাম্মদ সাফাত মাহমুদ, ফাহমিদা সাহেলি প্রমুখ।
জয়ী : সামাজিক সংগঠন জয়ীর উদ্যোগে গত ২০ ডিসেম্বর একটি কনভেনশন সেন্টারে শীতবস্ত্র বিতরণ করা হয়। জয়ীর আহ্বায়ক যমুনা তালুকদারের সভাপতিত্বে ও সদস্য জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জয়ীর প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর মো. মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন ৪২ নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক দ্বীনবন্ধু দাশগুপ্ত, নাসিরাবাদ শিল্পাঞ্চল বি-ইউনিট আওয়ামী লীগের সভাপতি জাফর আহমেদ, আওয়ামী লীগ নেতা আলী হায়দার, পলিটেকনিক ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুল, শেখ ফরিদ চশমা ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আসাদ সর্দার, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন লেদু, মহানগর ইউএনডিপি ক্লাস্টার চেয়ারপার্সন আনোয়ারা আলম, বিজয়কেতন সভাপতি নুর নাহার ফুলু, হোসনেয়ারা সোমা, রিয়া দাশ চায়না, কামরুন্নাহার রেখা, লাকী বেগম, শামসুন্নাহার বেগম রিমু, লুৎফুন্নেছা মঞ্জু।
আমরা চরম্বাবাসী ফেসবুক গ্রুপ :‘আমরা চরম্বাবাসী ফেসবুক গ্রুপ’ এডমিন প্যানেলের উদ্যোগে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৯ ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী গবেষক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চরম্বা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকের আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরম্বা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইন, সিনিয়র শিক্ষক বাবু প্রিয়তোষ দত্ত, হেড মাওলানা আবুল কাসেম, সিনিয়র শিক্ষক রমজান আলী, আব্দুস সালাম, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা গোলাম রসুল, এডভোকেট আলী হোসাইন, মাওলানা হাসান, বেলাল উদ্দিন, মোহাম্মদ মাসুম, গোলাম মাওলা প্রমুখ।