শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ২২ মার্চ, ২০২১ at ১১:১৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে এক শিশুকে ধর্ষণের দায়ে বাবলু ওরফে বাবলু কারিগর (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু তাহের এই রায় দেন। বর্তমানে আসামি জামিনে এসে পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৬ এপ্রিল সন্ধ্যায় মাছ ধরতে যাওয়ার কথা বলে রামগড়ের দাড়োগা পাড়া সংলগ্ন ফেনী নদীর পাড়ে বাবলু ওই শিশুটিকে ধর্ষণ করে । এই ঘটনায় বাদী হয়ে শিশুটির মা থানায় মামলা দায়ের করেন। ঘটনার চার মাস পর বাবলুকে আসামি করে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলা চলাকালীন আসামির ১৬৪ ধারার জবানবন্দি ও ৮জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভা
পরবর্তী নিবন্ধউন্নত রাষ্ট্র তৈরিতে সকলকে এক হয়ে কাজ করতে হবে