শিশুর চোখের ক্যান্সার জনিত শিশু মৃত্যু ও অন্ধত্ব প্রতিরোধ কর্মসূচি

| শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৮:৪০ পূর্বাহ্ণ

৬ বছরের কম বয়সী শিশুর চোখের ক্যান্সার জনিত শিশু মৃত্যু ও অন্ধত্ব প্রতিরোধ কর্মসূচি গত বুধবার আনোয়ারা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন।

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, রোটারী ক্লাব অব চিটাগং খুলশী, রোটারী ক্লাব অব মিয়াবুশ জার্মানির আয়োজনে এবং রোটারী ইন্টারন্যাশনাল গ্লোবাল গ্রান্ট প্রজেক্ট, জিজি ১৯৮২২৩৭এর অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের একশ জন শিক্ষকশিক্ষিকার জন্য আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মো. আনোরুল কাদের।

এতে বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের রেসিডেন্ট ডা. নাঈম হাসান অভি ও ডা. হানিফুর রহমান। বক্তব্য দেন সিরাজ আনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সাজিদুল হক। উপস্থিত ছিলেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের অপটোমেট্রি মমতা মঞ্জুর, ফিল্ড সুপারভাইজার বোরহান উদ্দিন, অশোক নন্দী, সুজিত দাশ ও মিন্টু দে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবসেবায় গাউসিয়া কমিটি অসামান্য ভূমিকা রাখছে
পরবর্তী নিবন্ধমিঠাপানির উৎসস্থল পুকুর জলাশয় সংরক্ষণের দাবি