মিঠাপানির উৎসস্থল পুকুর জলাশয় সংরক্ষণের দাবি

চকরিয়ায় পানি নিয়ে শুনানি

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৮:৪১ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় জনগোষ্ঠীর সুপেয় পানি পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসতে হবে। মিঠাপানির উৎসস্থল পুকুর, জলাশয় সংরক্ষণসহ শুষ্ক মৌসুমে ভূগর্ভের পানির স্তর নিচে নেমে যাওয়ায় ওই সময় বিকল্প উৎস হিসেবে যাতে ব্যবহার করা যায় সেজন্য বৃষ্টির পানি ধরে রাখতে হবে। সামুদ্রিক জোয়ারের পানি যাতে মিঠপানির বিভিন্ন ছড়া বা খালে প্রবেশ করতে না পারে সেজন্য উপকূলের স্লুইস গেটগুলো (জলকপাট)

 

 

প্রশাসনের নিয়ন্ত্রণে রাখতে হবে। এসব বিষয় সঠিকভাবে বাস্তবায়ন করা হলেই উপকূলের মানুষের সুপেয় পানি পাওয়ার অধিকার নিশ্চিত হবে। পাশাপাশি খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য এক ইঞ্চি জমিও অনাবাদি ফেলে না রাখার প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন হবে। গত বুধবার দুপুরে চকরিয়া

উপজেলা পরিষদের হলরুমে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত পানি শুনানিতে বক্তারা এসব কথা বলেন। এতে বক্তারা সম্প্রতি দৈনিক আজাদীতে চকরিয়ার উপকূলজুড়ে সুপেয় পানির হাহাকার নিয়ে প্রকাশিত সংবাদের ভূয়সী প্রশংসা করেন। ইউএনও জেপি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি

ছিলেন স্থানীয় সংসদ সদস্য সদস্য জাফর আলম। বেসরকারি সংস্থা আইএসডিই বাংলাদেশ ও পানি অধিকার (ওয়াটার মুভ) কর্তৃক আয়োজিত ‘উপকূলীয় সকল মানুষের বিনামূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি প্রাপ্তি নিশ্চিত করতে হবে’ শ্লোগানে এই পানি শুনানি অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন

আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক ও ক্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি এস এম নাজের হোসাইন। ধারণাপত্র পাঠ করেন সংস্থার কর্মসূচি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, ইউনিয়ন

পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ছোটন কান্তি নাথ, রফিক আহমদ, মনজুর আলম, জিয়াউদ্দিন ফারুক, ইকবাল ফারুক, পানি নিয়ে ভুক্তভোগী বদরখালীর আঞ্জুমান আরা বেগম, মোবারেকা বেগম, আবু বকর ছিদ্দিক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, আজকের পানি শুনানিতে উপকূলের মানুষের সুপেয় পানি প্রাপ্তি নিশ্চিতকল্পে যেসব সমস্যার কথা উঠে এসেছে তার সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশিশুর চোখের ক্যান্সার জনিত শিশু মৃত্যু ও অন্ধত্ব প্রতিরোধ কর্মসূচি
পরবর্তী নিবন্ধদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কষ্টে আছে সাধারণ মানুষ : শাহাদাত