শিশুর আনন্দময় শৈশব নিশ্চিত করা হোক

| রবিবার , ২১ জানুয়ারি, ২০২৪ at ৮:৪৮ পূর্বাহ্ণ

শৈশব প্রতিটি শিশুর জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়। একটি চমৎকার ও আনন্দময় শৈশব শিশুর অধিকার যা এক প্রকার মানবাধিকারও বটে।

শিশুর ভালো কাজ যতই ছোটো হোক তাকে ধন্যবাদ দিতে হবে। তার ভালো কাজের প্রশংসা করতে হবে। শিশুর অনুসন্ধিৎসু মনের কৌতুহল মেটাতে হবে। সে যা জানতে চায় তার উত্তর দিতে হবে, বিরক্ত হওয়া যাবে না। শিশুর শৈশব অনাবিল আনন্দ আর হাসিতে ভরিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করতে হবে। শিশুকে সামাজিক হিসেবে গড়ে তুলতে হলে কীভাবে অন্যদের সঙ্গে মিশতে হয় তা শেখাতে হবে। শিশুদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুকে কোনোভাবেই অতিরিক্ত আদর কিংবা শাসন করা যাবে না। শিশুর আনন্দময় শৈশব নিশ্চিত করতে হলে সুশৃঙ্খল পারিবারিক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

মো. আশরাফুল ইসলাম

তাড়াইল, কিশোরগঞ্জ

পূর্ববর্তী নিবন্ধলেনিন : বিশ্বব্যাপী কমিউনিস্ট আন্দোলনের পুরোধা
পরবর্তী নিবন্ধবিনয়ের মত গুণ যার আছে সে জগতপূজ্য