শিশুদের হাতে পায়ে র‌্যাশ একটি নতুন রোগ

এটি চিকেন পক্স নয়, আতঙ্কিত হওয়ার কারণ নেই

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ নভেম্বর, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

সমপ্রতি জ্বরের সাথে শিশুদের হাত-পায়ের তালুসহ শরীরে বিভিন্ন অংশে ফোস্কার মতো র‌্যাশ দেখা দিচ্ছে। অভিভাবকরা অনেকেই এটিকে চিকেন পক্স ভেবে ভুল করছেন। কিন্তু চিকিৎসকরা বলছেন, এটি চিকেন পক্স নয়। এই রোগের নাম হ্যান্ড ফুট মাউথ ডিজিজ (ঐঋগউ)। কক্সাকি বা এন্টারো ভাইরাসের মাধ্যমে শিশুরা এ রোগে সংক্রমিত হয়ে থাকে। ছোঁয়াচে এই রোগ ৫ বছরের কম বয়সী শিশুদের হয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রে ১০ বছরের কম বয়সী বা বড়দেরও হতে পারে। এই ভাইরাসে সংক্রমিত হওয়ার ৩-৬ দিনের মধ্যে জ্বর দেখা দেয়। ৬/৭ দিন এ জ্বর থাকতে পারে। জ্বরের ১ বা ২ দিন পর মুখের ভিতর ঘা এবং হাত ও পায়ের তালুসহ বিভিন্ন অংশে ফোস্কার মতো র‌্যাশ দেখা যায়। অনেকেই এটি চিকেন পঙ ভেবে ভুল করেন জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সনত কুমার বড়ুয়া আজাদীকে বলেন, চিকেন পঙের সাথে এই রোগের কিছুটা পার্থক্য রয়েছে। চিকেন পঙ পেট-পিঠেও হয়। কিন্তু এটি (হ্যান্ড ফুট মাউথ ডিজিজ) পেট-পিঠ ও গলায় হয় না। আবার চিকেন পঙ হাত-পায়ের তালুতে সাধারণত হয় না। কিন্তু নতুন রোগটি হাত-পায়ের তালুতে দেখা যায়। নতুন রোগটিতে সাধারণত চুলকানি থাকে না। তবে কোনো কোনো ক্ষেত্রে চুলকায়। কিন্তু চিকেন পঙে চুলকানি থাকে। নতুন রোগটি মুখের ভেতরও হয় বিধায় শিশুর মুখ দিয়ে অনবরত লালা ঝরে। জটিলতা বলতে মুখের অরুচির কারণে শিশুর খাবার খেতে কষ্ট হয়।
অস্থিরতা দেখা যায়। পানি শূন্যতা হতে পারে। আর ছোঁয়াচে হওয়ায় স্পর্শ, হাঁচি কাশির মাধ্যমে রোগটি সহজেই ছড়ায়।
এ রোগের চিকিৎসা প্রসঙ্গে ডা. সনত কুমার বলেন, নতুন এ রোগের আসলে তেমন কোনো চিকিৎসা নেই। জ্বর বা ব্যথা থাকলে শিশুকে প্যারাসিটামল জাতীয় সিরাপ খাওয়াতে হবে। এন্টিবায়োটিক বা এন্টিভাইরাল জাতীয় কোনো ওষুধ দেয়া যাবে না। তবে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, প্রচুর পানি ও তরল খাবার খাওয়ানোর পাশাপাশি শিশুকে নিয়মিত গোসল করাতে হবে। মায়ের বুকের দুধ খাওয়ানো বন্ধ করা যাবে না। ৬/৭ দিন পর এমনিতেই এ রোগ সেরে যায়। তাই এ রোগ দেখা দিলে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সনত কুমার বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধছয়দিন সাগরে ভাসলেন ১৭ জেলে
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ঘরবাড়ি, দোকান ক্লাব ভাঙচুর, আহত অন্তত ৩৫