শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

চবিতে শিশু দিবসের আলোচনায় বক্তারা

| রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৮:৫০ পূর্বাহ্ণ

‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’ প্রতিপাদ্যে গত ২০ নভেম্বর চট্টগ্রামে বিআরটিসি বাস কাউন্টার সংলগ্ন অপরাজেয় বাংলাদেশ পরিচালিত শিশুদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে এক কর্মসূচি পালন করা হয়। এতে চবি রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম ও ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকারের যৌথ উদ্যোগে বিশ্ব শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উন্নত মানের খাবার ও উপহার সামগ্রী বিতরণ করে। রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম-চবির সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় উন্নত মানের খাবার ও উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন লায়ন জি.এম সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট রেহানা বেগম। বিশেষ অতিথি ছিলেন এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার। স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ট্রাভেল ও লজিস্টিকস বিভাগের ম্যানেজার শেখ ইমরান হোসেন। উপস্থিত ছিলেন সৈকত সেন, লিটন মাহামুদ, আরিফ, তুষার, মাইশা মাহজাবিন, আজিজুল হক, আকিব প্রমুখ। বক্তারা বলেন, শিশুর মেধা ও মননের বিকাশে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ ও ভালোবাসা পূর্ণ জীবন শিশুদের জন্য নিশ্চিত করলেই কেবল তাদের যথাযথ মানসিক বিকাশ সম্ভব। শিশুদের পরিপূর্ণ বিকাশের জন্য সব মহলের সম্মিলিত সহায়তার বিকল্প নেই। এ লক্ষ্যে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদকের ভয়াবহতায় সামাজিক অপরাধ বাড়ছে
পরবর্তী নিবন্ধপটিয়ায় গৌরাঙ্গ নিকেতনে দুস্থদের মাঝে চাল বিতরণ