শিশির ঝরা মিষ্টি প্রাতে

মাহবুবা চৌধুরী | বৃহস্পতিবার , ২৪ নভেম্বর, ২০২২ at ১০:০১ পূর্বাহ্ণ

শিশির ঝরা মিষ্টি প্রাতে আমার মনে কি
ঝরো হাওয়া বইয়ে দিলে বনের হৈমন্তী
কার প্রেমেতে হৃদয় দোলে আকুল নয়ন জুড়ে
মাঠের সবুজ শস্য কিগো তার আগুনে পোড়ে।

ক্ষেতের আলে শালিক দোয়েল
কোন খুশিতে নাচে
ভোরের ঠোঁটে মাঠের কৃষাণ তাই দেখে কি হাসে।
পিঠাপুলির গন্ধে মাতাল হাওয়া ছুটছে ওই
জেলের জালে আটকে আছে রুইকাতলা-কই।

তোমরা বলো পৌষ আসছে ধীরে
ঠাণ্ডা ঠাণ্ডা ওম মাখানো চাঁদ জড়ানো নীড়ে।
আসছি আমি দিলখোলা এক পবন নায়ে চড়ে
সোনা ধানের শীষের ছোঁয়ায় মনটি নেব ভরে।

বসতে দিও শীতল পাটি সাথে হৃদয় ঋণ
আমি কিন্তু পৌষ হলেও নইকো হৃদয় হীন।
জ্যোৎস্না ফোটা রাতটি দেব গভীর ভালোবেসে
দুজনাতে উড়ে যাব মেঘ পবনের দেশে।

পূর্ববর্তী নিবন্ধএক জনমে মানুষ হয়ে বাঁচার বড় সাধ
পরবর্তী নিবন্ধআলো ছড়ায় হেমন্ত