আলো ছড়ায় হেমন্ত

কামরুন ঋজু | বৃহস্পতিবার , ২৪ নভেম্বর, ২০২২ at ১০:০২ পূর্বাহ্ণ

হিম কুয়াশার আঁচল টেনে
এলো ঋতু হেমন্ত
মায়াবী নীল স্বচ্ছ আকাশ
রাঙিয়ে দিল এ মন তো!

শিশির ভেজা সকাল হাসে
আকাশে নেই মেঘের কালো
মাঠের পরে মাঠ সেজেছে
সোনার ফসল ছড়ায় আলো।

ফুলের হাসি পাখির গানে
মুখরিত সকাল বেলা
কাঁচা পাকা ধানের শীষে
বাতাস করে দারুণ খেলা।
পাকা ধানের মিষ্টি গন্ধ
কৃষাণ মনে সুখ আনন্দ।

রাখাল বাজায় মধুর বাঁশি
মুখে নিয়ে মিষ্টি হাসি।
নতুন ধানের চালের তৈরি
খেতে দারুণ পিঠাপুলি
ধান কাউনের অঘ্রাণ আর
নবান্নকে কেমনে ভুলি?

পূর্ববর্তী নিবন্ধশিশির ঝরা মিষ্টি প্রাতে
পরবর্তী নিবন্ধভুলে যাও