শিশিরের দুঃখ

সিমলা চৌধুরী | বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ

সবুজ মাঠের অবুঝ ঘাসেদের বুকে

মুক্তো দানার মতো শিশির বিন্দু,

জানে না কতটুকু সময় থাকবে সুখে

ঘাসের আলিঙ্গনে মুখোমুখি ঝুঁকে।

সোনালি রোদের আভার নরম পরশে

আত্মাহুতি দেবে শিশিরের মুক্তোর শরীর,

যাবে না দেখা তাকে আর সুখের হরষে

কোনো দুঃখ দিনে হয়তো যাবে সে বরষে।

চলে যায়, চলে যেতে হয় হাওয়ায় মিশে,

কত পদচিহ্নের ছাপে স্মৃতি এঁকে যায়

ভেসে যায় দূরে দূরান্তে বাষ্পের বেশে,

অনন্ত অসংখ্য ছাইরঙা মেঘেদের দেশে।

মুছে যায় সব রঙ, সব নিরেট ভালোবাসা

সবুজ ধানের শীষে আর একটি স্বচ্ছ বিন্দুর

আলিঙ্গনে মাখামাখি আর প্রাণ খুলে হাসা,

থেমে যায় একদিন নীরবে চুপিসারে আসা

পূর্ববর্তী নিবন্ধপ্রকৃতির খোলা চিঠি
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বেকার জনশক্তি এবং নতুন কর্মসংস্থান প্রসঙ্গে