শিল্প কারখানা মালিকদের প্রতি অনুরোধ

| রবিবার , ১৮ জুলাই, ২০২১ at ৬:৫৫ পূর্বাহ্ণ

প্রতিদিন ১১০০০ এর উপরে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। শত শত মানুষ মৃত্যু বরণ করছেন। অনেকে প্রিয়জনকে শেষ বিদায়টুকু জানাতে পারেনি। ভারতের সেই ডেল্টা ভ্যারিয়েন্ট বাংলাদেশে এখন তাণ্ডব চালাচ্ছে। আগত ঈদকে কেন্দ্র করে লকডাউন শিথিল হয়েছে। চারিদিকে কেনাকাটার আমেজ, মার্কেটগুলো ক্রেতায় পরিপূর্ণ হচ্ছে। তবে অনেকে সামাজিক দূরত্ব মানার চেষ্টা করছেন না।
করোনা সংক্রমণ প্রথমবারের চেয়ে দ্বিতীয় বার অনেক বেশি ভয়ংকর হয়ে উঠেছে। মানুষের নিরাপত্তার জন্য সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছিলেন তবে ব্যাংক,গার্মেন্টস এবং শিল্প কারখানা খোলা ছিল। জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করেছেন। অনেকে আশংকা প্রকাশ করছেন ঈদ উল আযহার পরে সংক্রমণ আরও দ্রুত ছড়াতে পারে। সংক্রমণ যাতে দ্রুত ছড়াতে না পারে সরকার আবার ঈদের পর কঠোর লকডাউন ঘোষণা করেছেন। তবে এবার শিল্প কারখানা সহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান (জরুরি সেবা ছাড়া) বন্ধ রাখার সিদ্ধান্ত আসায় করোনা সংক্রমণ অনেক কম হবে বলে আমি মনে করছি। আজকের এই পরিস্থিতিতে সকল শিল্প প্রতিষ্ঠানের মালিকদের অনুরোধ জানাব করোনার উর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। যদি এই করোনা নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ব্রাজিল অথবা দিল্লীর মত অবস্থাও হতে পারে। মানুষ যদি না থাকে তাহলে কারখানা আর অফিস চলবে কিভাবে সেটাও মাথায় রাখতে হবে। সব শ্রমিক,কর্মচারী, কর্মকর্তা ঈদ পরবর্তী কঠোর লকডাউনে নিজ নিজ বাসায়, বাড়িতে অবস্থান করে নিজেদের নিরাপত্তার পাশাপাশি দেশের মানুষের নিরাপত্তায় সহযোগিতা করেন তার জন্য সিদ্ধান্ত গ্রহণ করার জন্য শিল্প কারখানা মালিকদের প্রতি আন্তরিক অনুরোধ জানাচ্ছি।
রূপম চক্রবর্ত্তী, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধনেলসন ম্যান্ডেলা দিবস
পরবর্তী নিবন্ধমানুষ মানুষের জন্য