শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে ‘স্থিতাবস্থা’

| বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করে ওই পদে ‘স্থিতাবস্থা’ জারি করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। ওই পদের প্রার্থী নিপুণ আক্তারের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান গতকাল বুধবার এ আদেশ দেন। খবর বিডিনিউজের।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে সেই পদে নিপুণকে বিজয়ী ঘোষণা করেছিল নির্বাচনী আপিল বোর্ড। জায়েদ খানের আবেদনে হাই কোর্ট নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত আটকে দেয়। হাই কোর্টের ওই আদেশ স্থগিতের জন্য মঙ্গলবার চেম্বার আদালতে আবেদন করেছিলেন চিত্রনায়িকা নিপুণ। তার শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান বিষয়টি আগামী রোববার শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আর ওই সময় পর্যন্ত সাধারণ সম্পাদক পদ স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিন।
আদেশে তিনি বলেন, আজকে হল ৯ তারিখ, এই কদিন (১৩ ফেব্রুয়ারি পর্যন্ত) সাধারণ সম্পাদক পদে কেউ ঢুকবে না, কিচ্ছু হবে না।
আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। অপর দিকে জায়েদ খানের পক্ষে শুনানি করেন আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় লতিফ উল্লাহ হত্যার রহস্য উদঘাটন
পরবর্তী নিবন্ধসম্পূর্ণ খরচ নিয়োগকারীর, বছরে ৪ হাজার বাংলাদেশি কর্মী নেবে গ্রিস