শিল্পী মাহমুদুন্নবী স্মরণসন্ধ্যা আজ

| বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

গত শতকের ৬০ থেকে ৮০ দশককে বলা হয় বাংলা আধুনিক গানের স্বর্ণালী যুগ। কথা, সুর ও গায়কীর এক অসাধারণ মেলবন্ধন দেখতে পাই আমরা। সুর ও কণ্ঠের মসৃনতাই গানগুলোকে জনপ্রিয় করার প্রধান কারণ হয়ে উঠেছিল। গুণী শিল্পী মাহমুদুন্নবী সেই স্বর্ণালী সময়ের এক উজ্জল তারকা। গত ১৬ ডিসেম্বর ছিল এই গুণী শিল্পী মাহমুদুন্নবীর জন্মদিন ও ২০ ডিসেম্বর ছিল মৃত্যুবার্ষিকী।
এই শিল্পীকে সম্মান জানানোর লক্ষে একাডেমি অব সাউথ এশিয়ান কালচারাল হেরিটেজের উদ্যোগে আজ বুধবার সন্ধ্যা ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) গ্যালারি হলে তাঁর গাওয়া গানসমূহ নিয়ে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিল্পী মাহমুদুন্নবীর গীত গান পরিবেশন করবেন শিল্পী শাহরিয়ার খালেদ। অনুষ্ঠান উদ্ভোধন করবেন পার্বত্য খাগড়াছড়ি জেলার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিলিজ স্লিপ ও পুনরায় অনার্স ১ম বর্ষে ভর্তি আবেদন শুরু আজ
পরবর্তী নিবন্ধবিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ