শিল্পপতি করম আলীর ইন্তেকাল

| শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৬:৩০ পূর্বাহ্ণ

বিশিষ্ট শিল্পপতি, হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রামস্থ বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি এ এইচ এম করম আলী বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার ভোর ৪টায় ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।
মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত বৃহস্পতিবার বাদ জোহর হোটেল আগ্রাবাদ সম্মুখে মরহুমের নামাজে জানাজা এবং বাদ আছর কদম মোবারক শাহী জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
করম আলীর মৃত্যুতে চট্টগ্রামস্থ বৃহত্তর ঢাকা সমিতির কার্যনির্বাহী কমিটি, আজীবন সদস্যগণ, সাধারণ সদস্যসহ চট্টগ্রামের সর্বস্তরের ঢাকাবাসী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাসোহারায় পাচার হচ্ছে ফরেস্ট রিজার্ভের গাছ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম করোনা শূন্য টানা চারদিন