জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের মূল মিলনায়তনে আজ সন্ধ্যে ৭টায়
উত্তরাধিকারের নতুন বছরে নতুন নাটক ‘কল্পলোকে রঙ্গালয়’ মঞ্চস্থ হবে। সত্যজিৎ রায়ের ‘অপ্সরা থিয়েটার মামলা’ ছোটো গল্পটি নাট্যরূপ দেন অরিন্দম গাঙ্গুলি। সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন মঈন উদ্দিন কোহেল। প্রেস বিজ্ঞপ্তি।












