শিল্পকলায় অনন্ত হিরার সাহসী নাটক ‘মেজর’

| শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ১১:৩২ পূর্বাহ্ণ

নাট্যদল প্রাঙ্গণেমোর’র সবশেষ প্রযোজনা নাটক ‘মেজর’। রচনা ও নির্দেশনায় অনন্ত হিরা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে নাটকটির প্রদর্শনী হচ্ছে। এ নাটক প্রসঙ্গে গুণী নাট্যকার-নির্দেশক ও মঞ্চাভিনেতা অনন্ত হিরা বলেন, এটি সময়োপযোগী সবচেয়ে সাহসী নাটক। এই বিষয় নিয়ে আগে কখনো চলচ্চিত্র, টিভি নাটক ও থিয়েটারে কিছুই হয়নি। নাটকটি দর্শকদের ভাবাবে। খবর বাংলানিউজের।
এ নাটকের অভিনয়ে থাকছেন- অনন্ত হিরা, নূনা আফরোজ, রওশন জান্নাত রুশনী, সুমন মল্লিক, বাঁধন সরকার প্রমুখ। এর আগে অনন্ত হিরা প্রাঙ্গণেমোরের হয়ে- শ্যামাপ্রেম, লোকনায়ক, আওরঙ্গজেব, ঈর্ষা, কনডেমড সেল, মাইকেল মধুসূদন, তৃতীয় একজন, হাসনজানের রাজা’র মতো সফল মঞ্চনাটক উপহার দিয়েছেন। এর আগে, মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) মহিলা সমিতির মঞ্চে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।

পূর্ববর্তী নিবন্ধবইমেলায় আসছে তাহসানের প্রথম বই
পরবর্তী নিবন্ধআহমেদ ইমতিয়াজ বুলবুলের চলে যাওয়ার দুই বছর