শিরোপা জিতল কক্সবাজার

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১২ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন আয়োজিত মুজিববর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে কক্সবাজার। গতকাল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন ১-০ গোলে ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনকে পরাজিত করে। ছুটির দিনের এই ফাইনাল খেলায় বেশ কিছু উৎসাহী দর্শকের সমাগম ঘটে গ্যালারিতে। ফাইনাল খেলাটিও বেশ জমে উঠেছিল। খেলার শুরু থেকে কক্সবাজার বেশ চাপ সৃষ্টি করে প্রতিপক্ষ ফেনীর উপর। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল পাওয়া হয়নি তাদের।
প্রথমার্ধের শেষ দিকে ইনজুরি টাইমে কোন বল ছাড়াই দুই দলের দুই খেলোয়াড় হাতাহাতিতে লিপ্ত হন। এ কারণে রেফারি বিটু রাজ বড়ুয়া কক্সবাজারের রিমন এবং ফেনীর হামীমকে লাল কার্ড দেখান। প্রথমার্ধে খেলা গোলশূন্য ড্র থাকে। দশ জনের দলে পরিণত হয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নামে দু’দল। এ অর্ধের ১৫ মিনিট খেলা চলার পর এম এ আজিজ স্টেডিয়ামের ফ্লাড লাইটের আলো নিভে যায়। প্রথমে চারটি টাওয়ারের তিনটির আলো চলে যায়। দু’মিনিট বাদে বাকি টাওয়ারটির আলোও নিভে গেলে পুরো স্টেডিয়াম অন্ধকারে নিমজ্জিত হয়। ১৯ মিনিট বাদে ফ্লাড লাইট আবার জ্বলে উঠে। বৈদ্যুতিক গোলযোগের কারণেই এমন বিদ্যুৎ বিভ্রাট বলে জানা গেছে। ২২ মিনিট বাদে আবার খেলা শুরু হয়। এ অর্ধের ৪০ মিনিটের দিকে আক্রমণে উঠে কক্সবাজার। এ থেকে ফ্রি কিক লাভ করে তারা। সাগরের দারুণ ফ্রি কিকে ফেনীর গোলমুখে জটলার সৃষ্টি হয়। সেখানে বল আসে জাহাঙ্গীরের পায়ে। তিনি সুযোগের সদ্ব্যবহার করেন বল ফেনীর জালে জড়িয়ে দিয়ে। কক্সবাজার এগিয়ে থাকে (১-০) গোলে। বাকি সময়টায় আর গোল হয়নি। ফলে শিরোপা জয়ের উল্লাসে মাতে কক্সবাজার। শিরোপা জিতে কক্সবাজার ট্রফিসহ নগদ এক লক্ষ টাকা এবং রানার্স আপ ফেনী ট্রফিসহ নগদ পঞ্চাশ হাজার টাকা লাভ করে। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কক্সবাজারের জাহাঙ্গীর। তিনি নগদ দশ হাজার টাকা লাভ করেন। টুর্নামেন্টের সুশৃঙ্খল দল বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনকে ফেয়ার প্লে ট্রফি দেয়া হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সামশুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান আলহাজ্ব আলী আব্বাস।
এসময় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভেন্যু পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হাফিজুর রহমান, টুর্নামেন্ট কমিটির সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির কো-অর্ডিনেটর আ.ন.ম. ওয়াহিদ দুলাল, স্পন্সর প্রতিষ্ঠান এস. আলম গ্রুপের প্রতিনিধি এডভোকেট হোসেন রানা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাজা নিজেই যখন ফাঁকি দেন কর
পরবর্তী নিবন্ধবেড়েই চলেছে অনলাইন জুয়া