শিরোপায় চোখ আবু তাহের পুতু একাদশের

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১১:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে শুরু হতে যাওয়া মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে গতকাল সংবাদ মাধ্যমের সামনে বসেছিল এম এ তাহের (পুতু) একাদশ দলের অধিনায়ক, ম্যানেজার এবং প্রশিক্ষক। সিজেকেএস কনভেনশন হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক জাতীয় ফুটবলার মো. সাহেদুল আলম প্রথমেই সিজেকেএসকে ধন্যবাদ জানান টুর্নামেন্ট আয়োজনে সাহসী উদ্যোগ নেয়ার জন্য। তিনি বলেন এ টুর্নামেন্টে তার দলের লক্ষ্য শুধু ভালো রেজাল্ট নয়,চোখ রাখছেন তারা শিরোপার দিকেও। করোনাকালীণ এই সময়ে ফিটনেস ফিরে পেতে এ টুর্নামেন্ট কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন সাহেদ। তিনি বলেন এ পর্যন্ত ছয়দিন প্র্যাকটিস হয়েছে। দলের প্রত্যেক খেলোয়াড় ভালো আছেন,সুস্থ আছেন। মাঠে ম্যাচ খেললে বুঝতে পারা যাবে ফিটনেসের অবস্থা। গতবছর ঢাকা রহমতগঞ্জ দলের পক্ষে খেলেছিলেন সাহেদ। এর আগে ফুটবল খেলেছেন শেখ জামাল এবং ঢাকা আবাহনীর মতো দলে। আশা করছেন এ টুর্নামেন্টে তারা ভালো কিছু উপহার দিতে পারবেন। দলের প্রধান কোচ নাছির উদ্দিন বলেন তার দলের আইকন খেলোয়াড় হলেন জাতীয় দলের গোলরক্ষক শহীদুল আলম সোহেল, মো. সাহেদুল আলম এবং অনূর্ধ্ব-২৩ দলে খেলা আবদুর রহিম। তবে তিনি মনে করেন সবাই মিলে লড়াই করতে পারলে মাঠে তারা নজর কাড়তে পারবেন। দলে কোন ইনজুরি সমস্যা নেই। তিনি চট্টগ্রামের এই টুর্ণামেন্টটিকে খেলোয়াড়দের জন্য ভালো একটা সুযোগ হিসেবে দেখছেন। তিনি মনে করেন খেলোয়াড়রা এখানে পারফর্ম করে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারলে আগামী দলবদলে তাদের জন্য ভালো সুযোগ সৃষ্টি হতে পারে। গতকালের সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন দলের ম্যানেজার সৈয়দ নূর নবী লিটন। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য ও সাংগঠনিক কমিটির সদস্য সচিব মো. শাহজাহান।

পূর্ববর্তী নিবন্ধতিন দিনের ম্যাচের বদলে তিন দলের ওয়ানডে সিরিজ
পরবর্তী নিবন্ধস্বাদ-গন্ধ চলে যাওয়া জ্বর বা কাশির চেয়েও স্পষ্ট লক্ষণ