স্বাদ-গন্ধ চলে যাওয়া জ্বর বা কাশির চেয়েও স্পষ্ট লক্ষণ

করোনাভাইরাস

| রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১১:০৫ পূর্বাহ্ণ

করোনা সংক্রমণ হয়েছে কি না তা বোঝার আরও নির্ভরযোগ্য ইঙ্গিত হল স্বাদ ও গন্ধের অনুভূতি চলে যাওয়া। গবেষণায় দেখা যাচ্ছে কাশি বা জ্বরের চাইতে স্বাদ-গন্ধহীনতা কোভিডের আরও স্পষ্ট লক্ষণ। এবছরের গোড়ার দিকে স্বাদ ও গন্ধ পাচ্ছিলেন না এরকম প্রায় ৬০০ রোগীর ওপর এক গবেষণা চালিযয়েছে লন্ডনের ইউনিভার্সিটি কলেজ, এবং এদের ৮০% এর শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে। যাদের শরীরে ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি পাওয়া গেছে, তাদের মধ্যে ৪০%এর জ্বর বা অনবরত কাশির মত কোভিডের অন্য কোন উপসর্গ ছিল না। খবর বিবিসি বাংলার।
করোনাভাইরাসের একটা লক্ষণ যে স্বাদ ও গন্ধের অনুভূতি চলে যাওয়া, সেই তথ্যপ্রমাণ প্রথম সামনে আসতে শুরু করে এপ্রিল মাস নাগাদ। মে মাসের মাঝামাঝি নাগাদ করোনার উপসর্গের তালিকায় আনুষ্ঠানিকভাবে এটা নিশ্চিত একটা লক্ষণ হিসাবে যুক্ত হয়।
করোনাভাইরাসের বর্তমান নির্দেশিকাতে বলা আছে, কারো যদি স্বাদ-গন্ধ চলে যায় বা কেউ যদি স্বাদ-গন্ধ আগে যেভাবে পেতেন তাতে কোন পরিবর্তন লক্ষ করেন, তাদের সেল্ফ-আইসোলেট করতে হবে অর্থাৎ তাদের সকলের থেকে আলাদা থাকতে হবে এবং কোভিডের পরীক্ষা করাতে হবে।

পূর্ববর্তী নিবন্ধশিরোপায় চোখ আবু তাহের পুতু একাদশের
পরবর্তী নিবন্ধগায়ে আগুন দিয়ে রাশিয়ান সাংবাদিকের আত্মাহুতি